এককালে লেনদেনে
ছিল শুধু কড়ি,
কড়ি দিয়েই কিনতে হত
কুইনাইন বড়ি!
'ফেল কড়ি মাখো তেল'
কড়ি দিয়ে কেনা,
কড়ি দিয়েই শোধ হত
যত ধার দেনা!
ঘাটের মাঝি বলত গানে-
'পার করি দেব না,'
'থাকো সখি ঋণী থাকো,
কড়ি নেব না!'
উপন্যাসও ছিল একটা
'কড়ি দিয়ে কিনলাম,'
কড়ি কভু দেখিনি তো
সেই থেকে চিনলাম!
এক-দুই-তিন কড়ি
নাম ছিল এ্যাঁয়সা,
কড়ি ছিল, আনা ছিল
ছিল কানা পয়সা।
ছ'আনি ন'আনি ছিল
ছিল আধ আনি,
কড়ি দিয়ে কিনতে গিয়ে
জুটবে বুঝি প্যাঁদানি!
কড়ি এখন কানা নয়
নয় তেড়া-বাঁকা,
বিবর্তনের সিঁড়ি বেয়ে
কড়ি এখন টাকা!