ঝড়ো হাওয়া বইছে তাতে
ঝরে শুকনো পাতা,
মুষলধারায় বৃষ্টি পড়ে
যেন থামে না তা!
বাইরে আমার সঙ্গে যাবে
কনিষ্ঠ এক ভ্রাতা,
বাদল দিনে বাইরে যেতে
নিষেধ দিল মাতা।
বলি তাকে, দরকার আছে,
দাও একখান ছাতা,
ছাতা হাতে বেরিয়ে পড়ি
গুটিয়ে শার্টের হাতা।
এক ছাতায় কেমনে বাঁচাই
দুই দুইখান মাথা?
সংকটকালে রক্ষা করো
তুমি হে, বিধাতা।
রাখো মারো সবই পারো
তুমি হলে ত্রাতা,
বন্যা খরা দূর করে দাও
তুমি দয়াল দাতা।



যখন সবার মনে একটাই চাওয়া ছিল- করোনার প্রতিষেধক। কবে আসবে বাজারে? পাওয়া যাবে নাগালে? বিশ্ব হবে শান্ত। আমরা পাব স্বস্তি!