শেষ হবে টাকা কড়ি
বন্ধ হলে দমের ঘড়ি
শেষ হবে বাহাদুরি
ফুরাবে রূপমাধুরি।
শেষ হবে প্রেম-প্রীতি,
থেমে গেলে সুরের গীতি।
শেষ হবে খ্যাতি যশ
ফুরাবে অমৃত রস।
শেষ হবে মেধা মনন,
মুছে যাবে স্মৃতির আনন,
শেষ হবে কথামালা
সময় হলে ফেরার পালা।
যমদূতে নাড়বে কড়া,
থামবে দেহের নড়াচড়া,
শেষ হবে কোলাহল
হিসেব হবে কর্ম্মফল।
শেষ হবে ক্ষণিক জীবন
জারি হবে শেষ শমন।
মুছে যাবে পরিচিতি,
কি যে হবে পরিনতি!