পাড়ার বুড়ো
যতীন খুড়ো
শহর ছেড়ে
গ্রামে ফেরে
রাত্রি জেগে
ভীষণ রেগে
নয়ন বুঁজে
কলম খুঁজে
আবোল-তাবোল
ভাবনা কেবল
কবিতা লিখে
থাকবে টিকে!
লোকের মনে
জনে জনে
বলবে সবে
লেখক তবে!
লিখছে ভালো
সাদা-কালো!
জীবন হেন
যেন- তেন!
সাবাস বুড়ো
যতীন খুড়ো!
চলুক লেখা
পাড়ায় একা!
লেখক তিনি
সবাই চিনি
ভাবের তরে
এমনি করে
কাটছে দিন
বাড়ছে ঋণ!