সারি সারি সাজানো একদম তাজা রে!
বড় দের সাথে যেতাম মোহনগঞ্জ বাজারে।
মিষ্টির দোকানটা একই জায়গায় আছে,
শংকরবাবুর মিষ্টি যেন ডাকে আমায় কাছে!
রাস্তা থেকে দেখা যেত,স্বচ্ছ কাঁচের দেয়ালে,
কেউ যদি দেয় কিনে, থাকি সেই খেয়ালে!
রসগোল্লা, খাঁজা-গজা, কত রসমালাই,
মতিচুর লাড্ডু, সন্দেশ মনে মনেই খাই!
গোপাল ছিল ননীচোরা, তার যত দোষ?
আমিও ভাবি আমার বাবা হত যদি ঘোষ!
সাগর ভরা ননী হলে, ছানার এভারেস্ট,
ইচ্ছে মতন খেয়ে তবে নিতাম তার টেস্ট!
পেটটা ভরে গলা অব্দি খেতাম ইচ্ছে মত,
প্যারাসন্দেশ,বালিশ মিষ্টি, রসমালাই যত!
অসহায় খোকাটি ভাবে কবে আসব আর!
বাসনা যে মনেই চাপা, সাধ্য নাই তার!
চোখে ভাসে রসে ভরা সেই মিষ্টির ছবি,
পয়সা কোথায় খোকা খেতে চায় সবই!
এখন খোকার পয়সা আছে, চাকরি করে বড়,
ডাক্তার বলে- মিষ্টি খেয়ে আগেভাগেই মর!