নৌকার পাল, বলদের হাল,
ছন-ছাওয়া চাল, সব যে বিলীন।
মাঠের খেলা, বৈশাখী মেলা,
জলেভাসা ভেলা, কোথা সেই দিন!

কাঠের ঢেঁকি, আধুলি ও সিকি,
চিঠি লেখালেখি, ভাটিয়ালী গান,
খোলা হাওয়া, পাটিতে খাওয়া,
দল গীত গাওয়া, কেঁদে ওঠে প্রান।

শিয়ালের ডাক, পতঙ্গের ঝাঁক,
গড়গড়ি তামাক, কোথা গেল আজ?
মাটির হাঁড়ি, কয়লার গাড়ি,
মসলিন শাড়ি, নেই কারুকাজ!

বড়শির ছিপ, সলতের দীপ,
কাজলের টিপ, রাখালের বাঁশি,
পুতুলের নাচ, সারি পামগাছ,
ছোট ছোট মাছ, তারাদের হাসি!

কূয়ার পানি, কলুর ঘানি,
পয়সা ও আনি, লাঙ্গল আর মই,
কাবাডি, হা-ডু-ডু, ক্যারাতেও জুডু,
বারান্দায় লুডু, বিন্নি ধানের খই!

বটতলার হাট, শানবাঁধানো ঘাট,
ঘন সবুজ মাঠ, নবান্নের উৎসব,
পাকা ধানের বোঝা, ভূত তাড়ানো ওঝা,
গৃহিণী দশভূজা, শাঁকচুন্নি যতসব!

কাঁচের চুড়ি, মুড়কি ও মুড়ি,
নাটাই ঘুড়ি, চুলে ফিতা নাই,
পাটের শিকা, হামের টিকা,
রাতে চামচিকা, কোথা খোঁজে পাই!

-------২৪ সেপ্টেম্বর,২০২৪ সিলেট।