আয়না দেখে চমকে উঠি
কালো চুল পেকেছে,
মেরুদন্ড সোজাই ছিল
খানিকটা যে বেঁকেছে!
দেহে শক্তি ছিল আগে,
এখন কেবল ক্লান্তি লাগে,
হাজারটা ব্যামো এখন
শরীরটাতে ঝেঁকেছে!
এইতো সেদিন ছিলাম ছাত্র,
চাকরি পেলাম হলাম পাত্র,
দেহে মনে রঙিন যৌবন
বাসন্তী বান ডেকেছে।
সুখ স্বপ্নে বিভোর হয়,
মনে পূবাল হাওয়া বয়,
অচিনপুরের রাজকন্যা
বাহারি রঙ মেখেছে।
নেই আগের উম্মাদনা,
বয়সে সব লাগাম টানা,
সাধ-আহ্লাদ এই জীবনে
আর কি বাকি থেকেছে?
গেলো দিন ছিল ভালো,
দিনে দিনে দিন ফুরালো,
বয়সটা যে এখন মোর
ষাটের কোটায় ঠেকেছে!
কত মানুষ এলো গেল,
কত বন্ধু স্বজন পেল,
ক্ষুদ্র এ জীবনটা মোর
কত কিযে দেখেছে!
বেছে বেছে খাবার খাই,
আগের মত শক্তি নাই,
জানিনা তাই উপরওয়ালা
ভাগ্যে কি রেখেছে!