সুন্দর প্রাণীটির বৃদ্ধি কামনা করি।
গোলাপের সৌন্দর্য অমলিন থাকুক,
তাঁর নতুন কুঁড়িতে নিজেকে দেখুক,
পরিপক্কটি যাক সময়মতো ঝরি।
তুমি সচক্ষের সাথে করেছিলে চুক্তি।
আলোর প্রলেপ তুমি নিবে বেশি করে,
দুর্ভিক্ষ হানে যেথা বাড়তি থাকে পড়ে,
নিষ্ঠুর নিজ আত্মা দিবে তোমায় মুক্তি।

জীবিত তুমি বিশ্বের তাজা অলঙ্কার,
হিংস্র কোন এক বসন্তদিন অবধি।
প্রজন্মই হবে তোমার অহংকার,
কালান্তরে বহে পরিচয় নিরবধি।
বিশ্বকে কর দয়া, নয় থাক পেটুক,
কবর আর তোমার চাহিদা জুটুক।

----চতুর্দশপদী কবিতা
মূল-উইলিয়াম সেক্সপিয়ার