খুপরিতে কবুতর আর আছে শালিক,
ভাড়া দিই ষাট টাকা এরা যেন মালিক!
কার্নিশ করিডোর সানসেটে বাসা,
দরজা খোলা পেলে করে যাওয়া-আসা।
পোশাকগুলি নষ্ট করে আলনায় বসে,
গা থেকে নিত্য ওদের পালক পড়ে খসে!
মনে হয় আমিও ওদের মতই চিড়িয়া!
এ দুঃখ কাকে বলি চায় না কেউ ফিরিয়া।
এখানেই পাড়ে ডিম জন্ম নেয় ছানা,
এমনি কত প্রাণী মিলে এই চিড়িয়াখানা!
কোথা হতে আসে বিড়াল আমাদের কিচেনে?
দোতলার ডাইনিং থেকে জলদি তারে নীচে নে!
রাত হলে বেড়ে যায় শেয়ালের আনাগোনা!
পুকুরেতে অল্প জল সদা থাকে নোনা!
পরিবার অনেক দূরে থাকে কত চিন্তা,
তারপরেও অড্ডা দিই করি তা-ধিন-তা!
৩০ সেপ্টেম্বর,২০২৪