আগের মত দেখব কবে
আপন জগতটাকে?
স্বপ্নভরা চোখে দেখি
ছুঁই আকাশটাকে।
কোথায় আছে কালিদাস
যাদুর হ্যামিলন?
সত্যি বলার জ্যোতিষশাস্ত্র
আর খনা’র বচন?
ভূতের গল্প বলবে কি আর
ঠাকুরমার ঝুলি?
হারিয়ে গেল অবশেষে
চাণক্যে’রও বুলি।
কোথায় গেল কল্প গাঁথার
এরাবিয়ান নাইট?
কেমন করে করোনা'র সাথে
করতে হবে ফাইট?
চারিদিকে ছড়িয়ে যাচ্ছে
জ্বর- হাঁচি-কাশি,
উদ্ধারে আসবে কি আর
হ্যামিলনের বাঁশি?
হ্যামিলনের বাঁশিওয়ালা
আসবে চুপিচুপি,
কাঁধে ঝোলা, আলখাল্লা
মাথায় চোঙা টুপি।
হাতে তাঁর থাকবে সেই
লম্বা যাদুর বাঁশি,
সম্মোহনী শক্তি আছে
আছে অদ্ভুত হাসি।
অগ্নিকুন্ডে আত্মাহুতি
দিবে করোনা’য়,
ঝাঁকে ঝাঁকে আসবে ধেয়ে
সুরের মূর্ছনায়!