রোজ সকালে সূর্য ওঠে,
কাজল বিলে শাপলা ফোটে।
ভোর হয় পাখির ডাকে,
নৌকা চলে নদীর বাঁকে।
রাখাল ছেলে বাজায় বাঁশি,
মায়ের মুখে মধুর হাসি।
মন দোলা দেয় জারুল ফুলে,
আঁচল বিছানো নদীর কূলে।
বকুল ছড়ানো মেঠো পথে,
ঝিঁঝিঁ ডাকে আঁধার রাতে।
কুহু রবে কোকিল গায়।
গাঁয়ের পথে বাউল যায়।
খেজুর গাছে রসের হাঁড়ি,
মেঘলা আকাশ বকের সারি।
রাখাল চরায় গোরুর পাল।
বৈঠায় মাঝি ধরে হাল।
রেশম-সাদা কাশ দোলায়
উদাসী বনে দখিন হাওয়ায়
ডাহুক ডাকে হিজল বনে,
গাঁয়ের বঁধূ সখি সনে।
রবির কিরণ যেথা হাসে,
শিশির ভেজা সবুজ ঘাসে,
মাঝি গায় ভাটির সুরে,
কুয়াশায় শীতের ভোরে।
শ্যামল ছায়া তরুতলে,
মমতা মাখা মা’র আঁচলে।
হংস-মিথুন ঝিলের জলে,
জনম আমার বাংলার কোলে,
রূপের তার নেইকো শেষ,
হৃদয় ক্যানভাসে বাংলাদেশ।