রেলে চড়ে বই বেচে নেত্রকোনার ননী,
মুখস্থ সব বইয়ের বাণী যেন জ্ঞানের খনি!
নেত্রকোনা ষ্টেশন থেকে নিত্য ট্রেনে ওঠে,
মোহনগঞ্জ থেমে আবার মৈমনসিং ছুটে।
‘কি করিলে কি হয়’ বইয়ের শিরোনাম,
একটা-দুটো যাই হোক পাঁচ টাকা দাম!
ফেরার কালে রাতেরবেলা পাড়ার গলির আঁধারে,
রমেশবাবুর কুকুর দুটি খুঁটিতে নাই বাঁধা রে!
চোর ভেবে তেড়ে আসে পাগলা দুটি কুকুরে,
প্রাণের ভয়ে ননী তখন ঝাঁপ দেয় পুকুরে!
সব কথা লিখা যখন আছে বইয়ের পাতাতে,
কুকুর হতে সাবধান থাকার উপায় কি তাতে!