খলখলিয়ে শিশু হাসে,
স্বজন’রা আনন্দে ভাসে!
প্রিয়ার হাসি মুক্তাঝরা
নয় হাসি বিদ্রূপ করা!
তারা হাসে মিটিমিটি,
হঠাৎ হাসি খিটখিটি।
হেসে হেসে পেটে খিল,
টোলপড়া গালে তিল।
রহস্যহাসি মোনালিসা,
দুঃখের হাসি অমানিশা,
বেশি খুশি অট্টহাসি।
জ্ঞানী হাসে মুচকিহাসি।
দন্তবিহীন বৃদ্ধ হাসে
হাসির শব্দ নাহি ভাসে,
নতুন বউয়ের চাপাহাসি,
রোগীর হাসি সাথে কাশি,
মূর্খরা হাসে অযথাই,
শত দুঃখেও হাসা চাই।
পূর্ণিমাতে চাঁদের হাসি
আমরা সবাই ভালবাসি।