হাটের পথে হারিয়ে গেল
পাঁচ-টাকার এক কয়েন,
সকাল হতে খুঁজে মরছে
হাঁড়কিপটে গয়েন।
রাতের আঁধারে খুঁজতে গিয়ে
তেল পুড়লো দু‘টাকার,
সকাল সকাল ঘুম ভেঙ্গে
দেখেছিল মুখটা কার?
ভাবে বসে কেন যে আজ
গিয়েছিনু বাজারে?
খুঁজে পেলে একটি টাকার
শিরণি দিবে মাজারে।
হতাশ মনে কৃপণ গয়েন
ফিরে নিজের ঘরে,
চিন্তায় তার ঘুম আসেনা
হা-হুতাশ করে।
পাঁচ টাকা খুঁজতে গিয়ে
তিন টাকাই শেষ,
কয়েন ছিল কানে গোঁজা
স্মরণে অবশেষ!