ভীড়ের মধ্যে হঠাৎ যদি
আসে কারো হাঁচি,
অন্যসবে এদিক ওদিক
দৌঁড়ে পালায় বাঁচি।
ঋতুবদলে দু’বার করে
ভুগি আমি জ্বরে,
আতংকে তাই থাকি সদা
জ্বরে যদি ধরে!
এই জীবনে শেষ কবে
দিয়েছিলাম হাঁচি?
মাসছয়েক হবে হয়তো
হাঁচি ছাড়া আছি।
প্রাণের ভয়ে ঘরে বসে
কাটবে দিন কত?
বিপদ দেখে খোঁড়া লোকে
দৌঁড়ে পালায় দ্রুত!
ভাবনা শুধু এখন আমার
আর যদি না বাঁচি!
করোনার ভয়ে তাইতো
আসে না আর হাঁচি।