হাবুরাম কাপুড়ে,
কোথা যাস্ দুপুরে?
আয় একটু বসে যা,
দুটো শাড়ি বেচে যা!
যে শাড়ির পাকা রঙ,
আটপৌরে পড়ার ঢং,
বেশি দাম দেব না,
বাকি রেখে নেব না,
নগদ টাকা ঘরে নেই,
চালের পাত্র ভরে দেই,
দিয়ে যা দুটো শাড়ি,
বউটি যাবে বাপের বাড়ি!


১৭ অক্টোবর,২০২৪