বিধবা বুড়ি জ্ঞানীর মা
ছেলেটি নয় জ্ঞানী!
কুঁড়েঘরে বসত তাহার
করে সদা সেয়ানী!
গাছে ওঠা, মাছধরা
হালচাষের কাজ,
নারী হয়েও নরের কাজ
নাই যে দ্বিধা-লাজ!
জ্ঞানী, ধনী দুই ছেলে
মা যে অন্য দলে!
পাড়ার সবাই ডাকত তাকে
‘জ্ঞানীর মা’ বলে।
শখ করে বুড়ি যখন
দিল ছেলের বিয়ে,
ছেলে গেল শ্বশুরবাড়ি
ঘরজামাই হয়ে!
কেউ নেই আপন বলতে
বুড়ি শুধু একা,
মেনে নিল ভাগ্যকে তার
কপালে যা লেখা!
শুনেছি তার বয়স এখন
এক শত কুড়ি,
কেউ জানেনা আসল নাম
জ্ঞানদা সুন্দরী!