চলছি খালি, চলছি খালি,
কদম কদম চলছি খালি।
চরণ লেগে উড়ছে ধূলি,
রঙ মেখে চলছে হোলি!
বাগান পথে জমছে বালি,
চামড়া পুড়ে হচ্ছে কালি!
মুখে কারো নেই যে বুলি,
বিড়বিড়িয়ে দিচ্ছে গালি!
তপ্ত রোদে মদন কুলি,
কাঁধে নিয়ে পাতার ঝুলি,
সাথে যায় কমলাফুলি।
রম্যকথায় বাজে তালি,
গরম চা-টা গলায় ঢালি।
বোঝা মাথায় চলছে লালি,
রাম-লালি দু’ভাই মালি।
মন্দির পানে রামের শালি,
হাতে নিয়ে পুঁজোর থালি,
রামের হাতে ফুলের ডালি।