চলছি খালি, চলছি খালি,
কদম কদম চলছি খালি।
চরণ লেগে উড়ছে ধূলি,
বাগান পথে জমছে বালি।
চামড়া পুড়ে হচ্ছে কালি!
বিড়বিড়িয়ে দিচ্ছি গালি!
রম্যকথায় বাজাই তালি,
গরম চা-টা গলায় ঢালি।
বোঝা মাথায় চলছে লালি,
রাম-লালি দু’ভাই মালি।
মন্দির পানে রামের শালি,
হাতে নিয়ে পুঁজোর থালি,
রামের হাতে ফুলের ডালি।