বিড়ালে আর নেইকো ভয়
আমরা নেংটি ইঁদুর,
তছনছ করি যে সব
গয়নাগাটি সিঁদুর!
ঘরে যত খাবার পাই
আমরা সবি খাই,
দিনেরবেলায় আগলে রাখ
রাতেরবেলায় নাই!
পাউরুটি আর কলা থাকে
ডাইনিং এর প’রে,
আমরা খেয়ে পেট ভরি
দারুন মজা করে!
কবিতার পান্ডুলিপি
ডায়রীতে লেখা,
চোখ দিয়ে দেখি সেটা
দাঁত দিয়ে শেখা!
জমির দলিল, সনদপত্র
কেটে করি সাফ,
ক্ষতি যতই হোক না কেন
করে দিও মাফ!
শখের কাপড়, চামড়া জুতো
যায়না কিছুই বাদ,
বাজার থেকে আনলে কিনে
ইঁদুর ধরার ফাঁদ!
সেথায় গুঁজে রাখো তুমি
পাকা আতাফলে,
খেতে গিয়ে স্বাদু খাবার
পড়ি যাতাকলে!