অমাবশ্যায় উঠতো যদি আকাশেতে চাঁদ,
পাখির মতো থাকত ডানা ঘুচত মনের সাধ।
প্রজাপতি হলে ফুলের সুবাস নিতাম যত,
সবাই আমায় পেত ভয় এমন যদি হত।
মন্দটাকে ধ্বংস করে ভাল’য় ভরে দিতাম,
নীল ভ্রমরের মত ফুলের ভালবাসা নিতাম।
ঈন্দ্রজালের শক্তি যদি থাকত আমার কাছে,
এক নিমিষে মিলিয়ে যেতে হৃদয় আমার নাচে।
ক্ষুধাটাকে দমন করে করতে পারতাম জয়,
মৃত্যুটকে কোনদিনও পেতাম না’তো ভয়।
চিরজীবি হয়ে যদি বেঁচে থাকতাম আমি,
জীবন আমার হত যদি হীরার চেয়ে দামী।
হতে পারতাম যদি আমি দিগ্বিজয়ী বীর,
যেথা খুশি গড়ে নিতাম শান্তি-সুখের নীড়।
কেউ যদি দিত আমায় ভালবাসার বিন্দু,
প্রতিদানে দিতাম তারে হৃদয় এক সিন্ধু।
দীর্ঘজীবি হতাম যদি কতই মজা হত,
অসমাপ্ত ভাল কাজ করতাম শত শত।
সবাই আমায় বাসত ভাল, সুনাম করত সবে,
খ্যাতির চুঁড়ায় পৌঁছে আমি অমর হতাম ভবে।