মাথাটাকে নিত্য খাটায় নেই যে তার ছুটি,
ভয়ে থাকে বিশ্রামে যদি হয় কোন ত্রুটি!
নোটবুকে পান্ডুলিপি ঝোলা ব্যাগ কাধে,
ছড়ার বুকে ছন্দ বেঁধে সুরে সুরে সাধে!
কেনারাম কবি বড় এইনা জগত জুড়ে,
ঝোলা কাধে সারাদিন দ্বারে দ্বারে ঘুরে।
যেখানে যা দেখা মেলে লিখে রাখে খাতাতে,
লিখে সব এভাবেই পাতার পর পাতাতে!
কতকিছু দেখে তার মনে লাগে খটকা!
আগুনের দেখা পেলে বাজে কেন পটকা?
শিশুকালটা মায়ের কোলে দুষ্টুমিতে গেল,
কিশোর গেল দুরন্তপনায় সময় নাহি পেল।
ছাত্রজীবন পড়ার চাপে ছিল না তো অবসর!
যৌবনে চাকরি পেয়েই বিয়ের পিড়ির বর!
এমনিভাবেই বয়সটা যে ঠেকল এখন পঞ্চাশে,
একা লাগে বড্ড তার নেইযে কেউ আর পাশে!
এই দেশে কবি নাকি কাকের চেয়ে বেশি!
মাথায় কেবল গোবর ভরা বলহীন পেশি!
সময় তো যাচ্ছে চলে নিভু নিভু আলো,
প্রাপ্তির খাতা শূণ্য থাক সেই তবে ভালো!
৩০ অক্টোবর,২০২৪