যদি যাও পাবনায়
পড়তে হবে ভাবনায়!
যেতে চাও বরিশাল
সেথা পাবে নদী খাল।
যদি যাও খুলনায়
ঝুলতে হবে ঝুলনায়!
যেতে চাও ঢাকাতে
ধরবে চোর-ডাকাতে!
যাবে যদি যশোরে.
কাছে তবে বসো রে!
যেতে চাও নোয়াখালী
খালি খালি খাবে গালি!
যদি যাও চাঁটগাঁয়
কে তোমারে আটকায়?
যেতে চাও নড়াইলে
বয়স একটু গড়াইলে!
যদি যাবে রংপুরে
বলবে তবে ভবঘুরে!
যেতে চাও রাজশাহী
করবে সেথা বাদশাহী।
যাবে যদি সিলেটে.
দাড়ি কামাও জিলেটে!
যেতে চাও রাজবাড়ি
পাবে সেথা ঘোড়াগাড়ি!
যাবে যদি চুয়াডাঙ্গা.
মন হবে দারুন চাঙ্গা!
যেতে চাও নেত্রকোনা
মানুষ পাবে খাঁটি সোনা!


২১ অক্টোবর,২০২৪ সিলেট।