ডরমিটরি ডরমিটরি
হরিবোল বোলহরি!
খালি এসির বাক্স আছে,
বছর বছর ট্যাক্স আছে,
পরিবারকে ছেড়ে থাকি
দিনেরাতে ভেবে মরি!

বড় বড় দালান দুটো,
কিযে সুন্দর সেই ফটো,
তাই নিয়েই আমরা যে
কতই না গর্ব করি!

তেল খাই, ঝোল খাই,
মুখরোচক স্বাদ পাই,
খেয়ে খেয়ে ওজন বাড়াই
অতি যত্নে ভুড়ি গড়ি!

একা থাকার ব্যয় বেশি,
মোরগ কিনি যেটা দেশি,
মাসে একবার দামী খাবার
মাখো তেল, ফেল কড়ি!

বদলি হওয়ার আদেশ এল,
দুইটি বছর কেটে গেল,
অল্প ক’দিন থেকে মোদের
জীবনটার যে গলায় দড়ি!