ভোর হয়েছে ভোর,
পাখির ডাকে ঘুম ভেঙেছে
খোল ঘরের দোর!
ব্যাকুল আমি ব্যাকুল,
মিষ্টি সুরে উদাস হাওয়ায়
মন করে আকুল!
সুর এমনই সুর,
রাখাল ছেলে বাজায় বাঁশি
লাগছে সুমধুর!
গান শুধুই গান,
লালন-হাছন-ভাটিয়ালী
শুনলে জুড়ায় প্রাণ!
আসর জমে আসর,
চাঁদনী রাতে পুকুর ঘাটে
পুঁথি পাঠের বাসর!
বৃষ্টি কি যে বৃষ্টি!
টিনের চালে ঝম্ ঝমা ঝম্
শুনতে লাগে মিষ্টি!
ধান পেকেছে ধান,
কৃষকের মুখে মিষ্টি হাসি
গান কেবলই গান!
পথে মেঠোপথে,
মন যে আমার ছুটে বেড়ায়
দূরে হারিয়ে যেতে!
ফুল বাগানে ফুল,
ফুল দিয়ে সাজায় বঁধূ
মেঘলা বরণ চুল!
মেলা আর মেলা,
নানা রকম মেলায় ঘুরে
কেটে যায় বেলা!
রবি রাঙা রবি,
ছড়িয়ে কিরণ উঠে ভেসে
আমার দেশের ছবি।
ধন্য আমি ধন্য,
এমন সোনার দেশে আমার
জন্ম হবার জন্য!