এক যে ছিল দাদা,
পার করে এসেছিল
জীবনেরই আধা!
চালাক-চতুর নয়,
কখনই সুখী নয়,
দুঃখকে সাথী করে
জীবনভর কাঁদা।
বুঝে শুনে চলে না,
কোন কথা বলে না,
পাড়াসুদ্ধ ভাবে তারে
আস্ত একটা গাধা!
নেই যে কোন চিন্তা,
নাচে তা-ধিন-তা!
হররোজ কপালে তার
টিপ এঁকে দেয় চাঁদা!
মনে মনে ভাবে সে,
ভালোবাসার আবেশে,
হতে পারে কলির কেষ্ট
কোথায় পাবে রাঁধা?
নিয়েছে তো কঠিন পণ,
গড়তে হবে এ জীবন,
হতে হবে সঠিক মানুষ
খেয়ে জল আদা!
০৬ অক্টোবর,২০২৪
সিলেট।