অফিস যাবার সময় হল
চশমা গেল কোথায়?
খুঁজে মরছি সকাল হতে
ঘরের হেথায়-সেথায়!
পড়ার টেবিল,বালিশের নীচ
খাটের তলায় খুঁজি,
রাখছি কোথায় চশমা খুলে
ভাবছি চক্ষু বুঁজি।
চশমা ছাড়াই অফিসে যাই
নিরুপায় হয়ে,
কাজে বুঝি হবে ফাঁকি
আছি সেই ভয়ে।
হকার এসে পত্রিকা দেয়
হাতে নিয়ে খুলি,
ভালোই দেখছি চশমা ছাড়া
পড়ছি হেলি দুলি!
বেলা গড়িয়ে দুপুর হল
এবার খাবার পালা,
ওয়াশরুমে যাচ্ছি তখন
হাতে নিয়ে থালা।
বেসিন হতে জল ছিটিয়ে
চোখে-মুখে মাখি,
ঝাপসা দেখি চশমা ছাড়া
মেলে দুটি আঁখি।
ভুলে যাই অনেক কিছুই
পড়ল বয়স ভাটা,
চোখেই ছিল চশমা আমার
নাকের ওপর সাাঁটা!