মনের দর্পন চোখ সত্য,
চোখের ভাষা বুঝে তথ্য!
চোখের পর্দায় হয় শরম,
মায়াবী চোখ বেশ নরম!
চোখের দেখা এক ঝলক,
পড়বে না চোখের পলক।
কাজল কালো চোখে চায়,
কামনার আগুন জ্বলে তায়।
চোখের আলোয় দেখি তারে,
চোখ তুলে চাই বারে বারে।
চোখের বালিতে চক্ষুশূল,
আড়াল চোখ রাখা ভুল!
চোখের নজরে নেশা ধরে,
চক্ষু চড়কগাছ অবাক করে।
কাজল চোখে হারায় মন!
টানা আঁখির মন উচাটন!
চোখের কোনে দুষ্টু হাসি,
চোখকে তাই ভালবাসি!