ছড়ার বিষয় লতাপাতার
ছড়া দূর্বা-ঘাসের,
ছড়ার বিষয় সংস্কৃতির
ছড়া ইতিহাসের।
ছড়ার বিষয় প্রজাপতির
ছড়া রঙিন ফুলের,
ছড়ার বিষয় পাহাড়-পর্বত
ছড়া নদীর কুলের।
ছড়ার বিষয় হিজল-তমাল
ছড়া কচুরিপানার,
ছড়ার বিষয় শিমুল-পলাশ
ছড়া পাখির ছানার।
ছড়ার বিষয় নীল আকাশের
ছড়া তারার মেলার,
ছড়ার বিষয় কাশবনের
ছড়া মেঘের ভেলার।
ছড়ার বিষয় ধানক্ষেতের
ছড়া মাঝির গানে,
ছড়ার বিষয় পথের ধূলার
স্নেহের আঁচল টানে।
ছড়ার বিষয় বকের সারি
শিশির টলমলে,
ছড়ার বিষয় ক্লান্ত হাসির
রোদের ঝলমলে!
ছড়ার বিষয় বটের ছায়ার
ছড়া বাঁশির সুরের,
ছড়ার বিষয় মেঠোপথের
ছড়া অচিনপুরের।