রবিবারে বটতলায় জমে ওঠে বাজার,
সকাল হতে সমাগম হাজার হাজার।
বাজারখানা ছিল নাকি হবুচন্দ্র রাজার,
গবুমন্ত্রী বাজারে খাজনা তুলত প্রজার।
টাকা নয় তুলত খাদ্য মজার মজার,
মাছবাজারে খাজনা ছিল বড় শোল-গজার।
বাজারের কাছে ছিল শাহপরান মাজার,
গলিটায় সারাক্ষণ বাজত গান খাজার।
বাগানের পথ ধরে বেড়ানোটা মজার,
সতেজ পাতার চা ফ্লেভারটা তাজার।
সন্ধ্যায় বাজারে আসর জমত গাঁজার,
মাজারে মাফ চায় অপরাধের সাজার।