বর্ষাকাল
এমন হাল
ঝুমতাল
টক-ঝাল!
বুক ধড়ফড়
ভাঙে পাঁজর
কখনো ঝড়
উড়ায় ঘর।
বরিষে ধারা
পাগল পারা
হল সারা
দিশেহারা।
মাতে তপন
কাঁপে পবন
নিশার স্বপন
ক্লান্ত ভুবন!
কাতর শোকে
কপাল ঠুকে
রক্ত চোখে
তৃষ্ণা বুকে।
ধরা তলে
স্থলে-জলে
অগ্নি জ্বলে
পিচ গলে।
তাপ তোড়ে
ঘাম ঝরে
পাতা পড়ে
অবনী পরে।
বৃষ্টি যত
তাপ তত
আগের মত
দেখব কত!
বিষম গরম
মাত্রা চরম
ভাঙে শরম
ক্লান্তি পরম।