এই করিনু পণ আমি
এমনি ভীষণ পণ,
দেশের তরে মরব আমি
ত্যাজিব’ই জীবন!
যে যাই বলো তোমরা সবে
এই আমি সুখলাল,
বসে বসে কাটবে নাকি
আমার চিরটাকাল!
মহামারীর দূর্দিনে এই
থাকব সবার পাশে,
স্বাস্থ্যবিধি মেনে তাই
আছি ঘরে বসে!
পাড়ার খুড়ো মরল রোগে
সবাই গেল সেথায়,
আমি ভীষণ আফসোস করি
বুদ্ধি খাটাই মাথায়!
দাহ শেষে সবাই এসে
বললে আমায়- ‘শোন্,’
হসনে তবু ঘরের বাহির
আপন হলেও খুন!
বাইরে যেতে ভীষণ ভয়
আক্রান্ত হই যদি!
অবশেষে জীবনটা হোক
বরফ-গলা নদী!