এক ছিল দামু তার ছোট রামু
অতিশয় বোকা,
সদা করে ভুল চুলকায় চুল
খায় শুধু ধোকা!
বড় ভাই দামু ডেকে বলে রামু
যেতে হবে হাটে,
বলে দিই তোরে কিনে মনে মরে
এখুনি যা ছুটে!
লাল রঙ চাল, ভাজা মুগ ডাল,
চিনি ছাড়া দই,
কালো আঁশ তাল, কাঁচা লংকা ঝাঁল,
বিন্নিধানের খই।
তরতাজা মাছ, সাদা মূলা গাছ,
দুই হালি ডিম,
টুথপেস্ট জেল, সরিষার তেল,
এক কিলো শিম।
আয়োডিন নুন, ঝিনুকের চুন,
ধবধবে সাদা,
দানাদার গুড়, জুতা একজোড়,
তেল রূপচাঁদা!
শুকনো মরিচ, চা কাপ-পিরিচ,
কচি পুঁই শাক,
স্বদেশী পিঁয়াজ, হবে খুব ঝাঁঝ,
বেশি কিনে রাখ।
পাঁয়ে হেঁটে চলে, মনে মনে বলে
যদি হয় ভুল,
কম যদি আসে, গলা ধরে ঠেসে,
হবে শোরগোল!
ভুল করে জপে, ছন্দে বেঁঢপে
মনে আছে অল্প,
কোনটা কি ছিল? মালুম না’হল
বাঁধে অন্য গল্প।