মোষের আড়ি বাঘের সাথে
খায়না জল একই ঘাটে,
ঘোর কলিতে মোরগ নাকি
খেঁকশিয়ালের গাল চাটে!
আকাশে দেখে সিঁদুর মেঘ
সদা ভয়ে পোড়া গোরু,
কবে ন্যাড়া গিয়েছিল  
ছায়ার খোঁজে বেলতরু!
ভাব জমে না সাপে-নেউলে
ঝগড়া বাঁধে সামনে পেলে,
আদার সাথে কাঁচকলার
মিশ খায়না জলে-তেলে।
রাম-রাবণে যুদ্ধ ভীষণ
সম্পর্কটা দা-কুমড়া,
টম-জেরির কার্টুন দেখ
এ জামানার শিশু তোমরা!
কুকুর দেখে ভয়ে শিয়াল
অহি-নকুলের ভাবখানা,
কাঠবিড়ালি খুঁজে বেড়ায়
কাটতে কচি ডাবখানা!
হেমমালীর তেজ ঢাকবে
মেঘমালার আচ্ছাদনে,
অগ্নিশিখার মৃত্যু ঘটে
শীতল জলের নিবেদনে।