আঁখি দুটি তোমার সূর্যের মতো নয়,
তুষার শুভ্র কেন তোমার বক্ষ হয়?
সূক্ষ্ণ তারের মত মাথার চুল যতো,
অধরের লাল নয় প্রবালের মতো।
গোলাপের লাল-সাদা নেই তব গালে,
সুগন্ধীর মাদকতা নেই তব ভালে।
নিশ্বাসে নেই তব তেমন আকুলতা,
পরশে পাইনি পাপড়ির কোমলতা।
তব কন্ঠ শুনতে পছন্দ করি তবু,
যদিও সুরের নেই মনোরম ধ্বনি।
করিনি আহ্বান কোন দেবীকে কভু,
স্বর্গ থেকে এ ধরায় এসে পা রাখনি।
ভাবি,স্বর্গ থেকে আসিল মম এ প্রেম,
বিরল প্রেমের তুলনা করনা মেম।
----চতুর্দশপদী কবিতা
মূল-উইলিয়াম সেক্সপিয়ার