সাঁঝেরবেলা একলা রাধে আইসো জলের ঘাটে,
যমুনারই কুলে যখন সুর্য নামে পাটে।

কলসি কাঙ্খে ওগো রাধে যাও যমুনার জলে,
একলা ঘাটে কৃষ্ণ বসে ‘রাধা, রাধা’ বলে।

ধীরে ধীরে রাধা রানী নদীর ঘাটে আসি,
যমুনার কুলে কৃষ্ণ বাজায় মোহন বাঁশি।

জল ভর সুন্দরী রাধে জলে দিয়া ঢেউ,
হাসি মুখে কইও কথা সঙ্গে নাইতো কেউ!

যমুনার কুলে বসে মনের কথা কও,
ফুল-ভ্রমরার গোপন কথা চাঁদ শুনিয়া লও!

ফাগুনমাস যায় যে চলে চৈত্র মাস আসে.
মরার কোকিল ডাকে বসে এইনা কদমগাছে।

তুমি হইলে কালো ভ্রমর আমি হইলাম ফুল,
তিলেক মাত্র না দেখিলে আমি হই আকুল।

আমি নারী পাগলিনী তুমি গলার মালা,
তোমার বাঁশির সুর শুনিয়া বাড়ে মনের জ্বালা।

৩ অক্টোবর,২০২৪
সিলেট।