ঢাকা শহর ঢাকা নয়,
চাঁদপুরে চাঁদ ক’টা হয়?
গাইবান্ধাতে বাঁধা গাই,
ভোলায় গিয়ে ভুলে যাই!
বাজবাড়িতে রাজার বাড়ি,
নীলচাষের নীলফামারী!
ঝালের কাঠি কোথা পাই?
কুড়ি গ্রামের বেশি নাই!
শেরের বাস শেরপুরে,
মেহেরালী মেহেরপুরে।
বরগুনায় বর গোনে রাখা,
মানিকগঞ্জে মানিক থাকা,
রংপুরে সব রঙের বাহার,
রাঙামাটিতে রঙিন পাহাড়!
নড়াইলে যে নড়েনা কেউ,
সাগরদীঘির নেই যে ঢেউ।
টাঙ্গাইলে কি টাঙ্গানো যায়?
সাতটি ক্ষীরা সালাদে পায়।
ফরিদপুরের ফরিদ ভাই,
মুক্তাগাছায় মুক্তা নাই!
মুন্সিদের গঞ্জে কলরব,
ঠাকুরগাঁয়ে ঠাকুর সব!

(সংক্ষেপিত)
১০ ডিসেম্বর।২০২৪