জলে ভেসে সোনাব্যাঙে
ডাকে ঘন ঘন,
অতি শীঘ্র ভারী বর্ষণ
হবে তুমি জানো।
কন্যা ভাগ্যে ধনসম্পদ
পুত্র ভাগ্যে যশ,
সকাল সকাল শোয়ে ওঠে
অসুখ থাকে বশ!
পরীক্ষার দিনে ডিম
খেতে আছে বারণ,
মঙ্গল শেষে বুধের ঊষায়
যাত্রাশুভের কারণ।
সত্যি কথা যাচাই করি
টিকটিকিটি'র ডাকে,
বউসোহাগী ছেলের নাকি
ঘাম ঝরে নাকে।
দাতার গাছে নারকেল ধরে
কৃপণের হয় বাঁশ,
শকুনের ডাকে মরণ হয়
কাক এ সর্বনাশ!
পেঁচার ডাকে অশুভ ফল
মোরগ ডাকে ভোরে,
রাতদুপুরে কুকুর ডাকলে
দৌড়ে পালায় চোরে।
ইষ্টিকুটুম পাখির ডাকে
মিষ্টি কুটুম আসে,
খেঁকশিয়ালির বিয়ে যখন
বৃষ্টিতে রোদ হাসে!
যাত্রাকালে অশুভ লক্ষণ
শূণ্য কলস পথে,
অর্থকড়ি আসবে নাকি
চুলকালে ডানহাতে।
রাতেরবেলা লেনদেন করা
নয় ভালো কাজ,
সাতসকালে দোকান খোলে
বাকি দেয়া লাজ!
ধার দিতে বারণ আছে
রুমাল,ছাতা,ঘড়ি।
গলায় যদি কাঁটা বিঁধে
বিড়ালের পা ধরি!
মাথায় মাথায় ঠুকাঠুকি
শিং গজানোর ভয়,
জটকলা খেলে নাকি
জোড়া সন্তান হয়!
বিকলাঙ্গ হবে সন্তান
দেখলে সূর্যগ্রহণ,
বিড়াল মারলে দিতে হয়ে
আড়াই কেজি লবণ।
ডানে সর্প,বামে শিয়াল
সৌভাগ্যের প্রতীক,
দিনটা নাকি যায় ভালো
দেখে জোড়াশালিক!
ভাঙা আয়নায় মুখ দেখে
আয়ু কমে যায়!
সন্তান হবে অমানুষ যদি
পিতা ঘুষ খায়!
স্ত্রীর মুখে স্বামীর নাম
পতির অমঙ্গল,
মাতৃক্রোড়ে শিশুর শান্তি
বন্যদের জঙ্গল।