যতীনবাবুর তিনটি কন্যা,
সংসারে তার খুশির বন্যা।
সোমত্ত এবার বড় মেয়ে,
বিয়ে ঠিক পাত্র পেয়ে,
ছেলে থাকে বিলাতে,
বাড়ি সিলেট জিলাতে,
পাকা কথা ঠিকঠাক,
খরচাপাতি লাখ লাখ,
বিয়ের লগ্ন আটটা,
আলনা,সোফা,খাটটা
পিতলের থালা-বাসন,
শাড়ী গয়না কুশাসন,
গয়না হবে বিশ ভরি,
গিনি সোনা যাচাই করি!
বর আসবে গাড়ী চড়ে,
বরযাত্রী তিন’শ ধরে!
যতœআত্তির কমতি নাই।
দশপদের খাবার চাই!
এসব ভেবে কনের বাপে,
আছেন যে মানসিক চাপে!
অভিযাত্রিক-2024