“ওগো ডেলিভারি ম্যান,
একটু দাঁড়াও না কেন?
খোশগল্প করি তোমার সাথে!”
“পিঠে বাঁধা ব্যাগে পণ্য যত,
পৌঁছাই হোমে সিডিউল মত।
গল্প করার সময় নেই হাতে।”
“এসো ভাই মাটিকাটা কামলা,
গামছায় বাঁধা খাবারের গামলা।
বসে কেন গলিটার মোড়েতে?”
“সাথে নিয়ে কোদাল আর টুকরি,
একসাথে বুড়ো, জোয়ান, ছুকরি।
যাই কাজে কাছে কিংবা দূরেতে!”
“ওহে ভাই ফেরিওয়ালা,
দগ্ধ হাতে চায়ের পেয়ালা,
বাস থামার অপেক্ষায় দাঁড়িয়ে।
রোদের তাপে পোড়ে চামড়া,
মাথার ঝাকায় মিষ্টি আমড়া।
এলে বাস দেই হাত বাড়িয়ে!