আরামের কেদারায়
বসে একা গেদা রায়,
একহাতে চায়ের কাপ
মুখে তার বয়সের ছাপ।
চাকরি শেষে অবসরে
সময় কাটে বই পড়ে।
কোমর ব্যথায় দাঁড়ান দায়,
বসেই কাটান বারান্দায়।
ছিল একদিন চাঁদের হাট,
জীবন এখন শুকনো কাঠ।
দিনে ঘুমায়, রাতে জাগে,
বউ মরেছে অনেক আগে।
ছেলেমেয়ে বিদেশ থাকে
একা ফেলে বাপটাকে।
একা বসে শুধু ঝিঁমোয়,
এখন বেলাশেষের সময়।
গোনে শুধু বিদায়-ক্ষণ,
মন থাকে তার উচাটন।
হবে যবে জারি শমন,
নীরবে পরলোকগমন।