মানুষ কোথা পাই চারপাশে খুঁজি,
দেহখানা মানবের এই যেন পুঁজি!
হুজুগে বাঙালি স্রোতে ভেসে চলে,
সুমিষ্ট ভাষা নেই কটু কথা বলে।

আজ যাহা ভাল বলে কাল হয় মন্দ,
সুবাস খুঁজে ফুলে যেথা নেই গন্ধ!
আজ যার প্রেমে মজে কাল দূরে ঠেলে,
গুণগান নাহি করে কারো নুন খেলে!

যেভাবে নিজেকে গড়েছিলে নিজে,
ছেড়ে দিলে সন্তানেরে স্বাধীনতা কিযে!
নিজের আবাস তারা নিজে গড়ে নিবে,
তোমার পাওনাটুকুই ফেরত তারা দিবে!

সত্যকে ছেড়ে দিয়ে মিথ্যার জয়,
আঁকড়ে ধরে সত্যকে হয় পরাজয়!
মানব জনম আর পাবে কিনা বল?
সময় থাকিতে তাই ভাল হয়ে চল!

ভয়ানক আমরাই চেন কি মোদের?
কখনো মেঘাচ্ছন্ন কখনো রোদের।
মমতার বন্ধন থাকবেনা আর অটুট,
লিখে দিলাম এই কথা কবিতার চিরকুট!


২৯ সেপ্টেম্বর, ২০২৪।