বাগানের ধারে সরু পথ ধরে
একখানা ছোট মাঠ,
সেথা বটমূলে ছায়া সুশীতলে
রবিবারে বসে হাট।
সকাল হতেই সকল পথেই
হাটুরেদের চলাচল,
বাড়িছে বেলা রোদের খেলা
হইচই কোলাহল।
বটের ছায়ে উদোম গায়ে
শ্রমিকের আনাগোনা,
বুঝিবে যে তায় মেঠো এ রাস্তায়
হাকডাক যায় শোনা!
চৈত্রের দুপুরে ক্লান্ত কুকুরে
ছায়াতে চোখ বুজে,
পড়ন্ত বিকেলে পথ ধরে এলে
শান্তি মিলিবে খোঁজে।
উদার আকাশে মুক্ত বাতাসে
চিরকাল এক খেলা,
কত যে ক্রেতা কত বিক্রেতা
বিচরণ এই বেলা।
সূর্য যখন মধ্য গগন
যে যার ঘরে ফিরে,
সন্ধ্যা হতে আকাশ পথে
পাখিরা যায় নীড়ে।
কেহ কাঁধে করে কেহ মাথার পরে
পশরা সদাইপাতি,
সাঁঝের পরে কুটির ঘরে
জ¦লিবে মাটির বাতি।
মানুষের আনাগোনা মমতার জাল বোনা
কত যে চরণচিহ্ন !
এই নারী নর সারাজীবন ভর
বাঁচেনা বাগান ভিন্ন!
---ছন্দ-ত্রিপদী