বিদ্বানে পায় অসম্মান
গুণীরা হয় দোষী,
সত্য পালিয়ে যায়
মিথ্যা হয় খুশি!
হারায় যত লজ্জাশরম
জ্ঞানীরা চুপচাপ,
মুখরিত রাখে চারিদিক
মূর্খের দৌড়ঝাঁপ!
ভীরু’র হাতে মরে বীর
কবির শত্রু কবি,
রক্ত-মাংসের মানুষ ছেড়ে
দামী তার ছবি।
একদা যার সম্মান ছিল
তার হয় অপমান,
যশ খ্যাতি শিকেয় তুলে
মন্দভালো এক সমান!
সমাজ ডুবছে অনাচারে
হচ্ছে  তা কলুষিত,
সবাই এখন জাতে উঠছে
নামী লোক কলঙ্কিত।
বংশের বড়াই শেষ হচ্ছে
নীচু জাত নাই,
ভালো কাজে হাত দিলে
বিপদ হচ্ছে তাই!
গুণেধরা সমাজটাতেই
করতে হবে বাস,
লেখাপড়া শেষ করে হয়
শিক্ষিত বদমাশ!