ছন্দের কথামালা            রচিব প্রেম-পালা
                তোমারি সম্মুখে,
মত্তা যৌবন মদে           আসিলে ধীর পদে
               হেরি স্বীয় চোখে।
রাঙা রবির কিরণে          আকুল উৎপীড়নে
              ভাবি ক্ষণে ক্ষণে,
চন্দ্রিমা নিশি ভোরে      এই কাছে এই দূরে
           চেপে রাখি গোপনে।
হেরি তব মুখ                 বিদরি ওঠে বুক
             হই কিঞ্চিৎ ভ্রম,
আসিলে চটুল পায়ে         বসিলে বৃক্ষছায়ে
              প্রতীক্ষাতে মম।
রাখি হৃদয়পটে,               দাঁড়াই সন্নিকটে,
                 মুদি চক্ষুদ্বয়,
বসি হাঁটু জুড়ে               প্রণতি করজোড়ে
            ভুলি কথা ছন্দময়।
হৃদে জমা যত কথা       ছন্দের বিরহ গাঁথা
          বিস্মৃতির অতলে ঢাকে।
সুরেলা ছন্দের পদ্য,    অগোছালো হয় গদ্য,
          লাজুকলতা বলি তাকে।
গেঁথে রাখা কথামালা,  প্রকাশে বাড়ায় জ্বালা,
           ছিন্ন হয় সুরলহরী,
হয় না তাই ব্যক্ত           মনের কথা উক্ত
         রই প্রেমের প্রহরী।।