ধানের দেশ, গানের দেশ,
এ যে আমার বাংলাদেশ,
কবির দেশ, ছবির দেশ
এ যে আমার বাংলাদেশ।
মাঠের দেশ, পাটের দেশ,
এ যে আমার বাংলাদেশ,
গাছের দেশ, মাছের দেশ
এ যে আমার বাংলাদেশ।
আমের দেশ, জামের দেশ,
এ যে আমার বাংলাদেশ,
ভোরের দেশ, সুরের দেশ
এ যে আমার বাংলাদেশ।
হোলির দেশ, ধূলির দেশ,
এ যে আমার বাংলাদেশ,
বৃষ্টির দেশ, কৃষ্টির দেশ
এ যে আমার বাংলাদেশ।
দোয়েলের দেশ, কোয়েলের দেশ,
এ যে আমার বাংলাদেশ,
শিমুলের দেশ, পারুলের দেশ
এ যে আমার বাংলাদেশ।
লালনের দেশ, হাছনের দেশ,
এ যে আমার বাংলাদেশ,
ফুলের দেশ, ফলের দেশ
এ যে আমার বাংলাদেশ।
নয়ন ভরে সদাই দেখি
শ্যামল সবুজ বেশ!
এ যে আমার জন্মভূমি
আমার বাংলাদেশ!