একদিন হল্যান্ড ছিল হল নেদারল্যান্ড,
আগে ছিল শ্যামদেশ পরে থাইল্যান্ড।
ইরাকের আদি নাম মেসোপটেমিয়া,
চেকপ্রজাতন্ত্র নাকি ছিল বোহেমিয়া।
তুরস্কের আদি নাম ছিল অটোম্যান,
ফরমোজা পাল্টে নাম হল তাইওয়ান।
ইথিওপিয়া ছিল আগে আবিসিনিয়া,
সোভিয়েত ইউনিয়ন ভেঙে হল রাশিয়া।
ফ্রান্সের আদি নাম ছিল নাকি গল,
শ্রীলংকার প্রাচীন নাম ছিল সিংহল।
সুইজারল্যান্ড ছিল হেলভেসিয়া,
জিম্বাবুয়ের নাম ছিল রোডেশিয়া।
মালয়েশিয়ার পূর্ব নাম ছিল যে মালয়,
শোনা যায় বাঙালিদের দ্বিতীয় আলয়!
ভারতবর্ষের আদি নাম ছিল জম্বূদ্বীপ,
বরিশাল আগে নাকি ছিল চন্দ্রদ্বীপ।
মাদ্রাজ ছিল আগে হল সেটা চেন্নাই,
মুন্সিগঞ্জ নাম আছে বিক্রমপুর নাই!
ময়মনসিংহের আদি নাম নাসিরাবাদ,
যশোরের ছিল নাম খিলাফাতাবাদ।
বৈদ্যনাথতলা হল মুজিবনগর,
কলকাতার আদি নাম আলীনগর।
রাজবাড়ী আছে এখন গোয়ালন্দ নাই,
পিকিং-কে বাদ দিয়ে বেইজিং পাই!
প্রাচীন জাভাদ্বীপ ইন্দোনেশিয়া হল,
জনপদের কোশল-কে অযোধ্যা বল!
মহারাষ্ট্র ছিল একদিন বিদর্ভ নগর,
কলিঙ্গ থেকে হল উড়িষ্যা নগর।
খুলনার প্রাচীন নাম জাহানাবাদ,
বাগেরহাটের নাম ছিল খলিফাবাদ।
জাহাঙ্গীরনগর থেকে হল নতুন ঢাকা,
দিল্লীতে ছিল বুঝি হস্তিনাপুর আঁকা!
কর্ণাটক প্রাচীনকালে ছিল মহীশূর,
সিংহজানী নাম বদলে হল জামালপুর।
জয়পুর ছিল আগে জনপদ মৎস্য,
এলাহাবাদের নাম ছিল যে বৎস্য।
কর্ণাবতী হল এখন আহমেদাবাদ,
ফরিদপুর ছিল আগে ফাতেহাবাদ।
জনপদের মগধ হল দক্ষিণ বিহার,
প্রাচীন গান্ধারনগর হল কান্দাহার।
জাপানের নাম আছে নিপ্পন নাই,
পাটলিপুত্র-পাটনা, বোম্বে -মুম্বাই!
চট্টগ্রামের আদি নাম ইসলামাবাদ,
সিলেট ছিল শ্রীহট্ট জালালাবাদ।
পারস্য ইরান হল,বার্মা মায়ানমার,
রেঙ্গুন ইয়াঙ্গুন হল বলি কত আর!