আঁধার শুষে শ্বাস নিচ্ছি চিত্রা,
ঘুম হারানো বিষণ্ণ রাত শুষে পুষে রাখছি তোমায়
মৌনতার যানজটে জঞ্জাল জীবন ঠেলে জানা হলো না-
কোলাহলে ফুটে থাকা ফুলের গন্ধ কেমন!
এই বুক জুড়ে তিয়াস বাঁচে তোমাকে দেখার,
তুমি বেঁচে থাকো নিত্য যেমন ছিলে, আমি বাঁচি না
তিয়াস বাঁচিয়ে বাঁচা যায় না!


সহোদর-সম দুধকুমারের হাওয়া অসহ্য মনে হয়,
আমি এমনভাবে সমুদ্র ঢেউ বিদীর্ণ করে ছুটি, যেন-
এই ছুটে চলা মুহূর্তের পর তুমি অথবা মৃত্যু!
তুমি তো জানো নাই, সুবিশাল সমুদ্র জানে-
এ বুকের গভীরতা কতখানি আর করুণ মৃত্যু জানে-
কতখানি জীবন রেখেছিলেম জিইয়ে-
শুধু তোমার জন্যে চিত্রা!

এখন গোধূলি ফেরে বেলা ফুরায়ে -
বুক চেরা চরে খরার তাপদাহ যেমন, আর আমি-
ফাগুন  ভালোবেসে আগুনের বুকে রাখি পা!
চিৎকার করে বলা হলো না চিত্রা-
ততখানি সচেতন সব ভ্রান্তি আমার,
যতখানি তোমার ছেড়ে যাওয়া!