আমার উঠোন উপেক্ষা করে
উড়ে যাচ্ছে ওই এক পশলা কালো মেঘ,
আর অনাবৃষ্টির দন্ডে আমি ক্রমশঃ
হারাচ্ছি আমার প্রিয় রঙ
শুকিয়ে যাচ্ছে চোখের জল
উঠোনের শেষ এক চিলতে ছায়া।
উড়ে যাচ্ছে ওই এক পশলা কালো মেঘ
আলো ভালোবাসার দন্ডে বুনোফুল-
পুড়ছে ভীষণ, ঝরে যাচ্ছে তার পাপড়ি,
জলহীনা উদার চিত্রার বুকে খরায়-
চুপসে যাচ্ছে মান্ধাতার এক ভাসমান শ্যাওলা!
কাঠগোলাপ শুকিয়ে কাঠ!
উড়ে যাচ্ছে ওই এক পশলা কালো মেঘ
কৃষ্ণকলি হারাচ্ছেন চিরচেনা সুর তার
এক অপ্রেমিক দন্ডপ্রাপ্ত যুবকের
বেমানান ঠোঁটে অসহায় রবীন্দ্রনাথ-
আমার ব্যথার পূজা হয়নি সমাপন!