চারটে শিশু শৈশব কুড়ায় বকুল ফুলে
আমায় দেখে দৌড় দেয় ফুল ফেলে-
পালাবার স্মৃতি ঝুলিভরে।
আমি পা বাড়াই ক্রমশঃ
ফুল ছুঁই না ভুলেও
গন্ধ হানে হৃদয়, আর-
ফিরে আসো তুমি!
ভেজা কাপড়ে কিশোরী দুটি বাড়ি ফেরে
ফেলে যাওয়া পায়ের তলায় রাখি একটি পা
পা নয় যেন ভিজে যায় অন্তর আমার!
কেয়া সাবানের গন্ধ ভাসে হাওয়ায়
মাতাল আমায় আর কে পায়!
এই মাত্র তুমি চলে গেলে!
টঙের পাশে সিগারেট ফুঁকোয় যুবক খুব সতর্ক,
দোকানীর চাহনিতে সন্দেহ মান্ধাতার
পাশ ঘেঁষে চেনা পথে নিয়মিত উঁকি শেষে-
একটি রিকশায় হঠাৎ বাজে বেল
সিগারেট ফেলে ফিরে তাকাই,
খালি রিকশা চলে যায় দ্রুত,
তবু তুমি ফিরে আসো,
শুধুই তুমি।