বিষাদের সাথে বিবাদ হয়েছে, হলো বহুকাল

নিরালা পথ ধরে নিশ্চুপ যে পথিক আমি

হাঁটছি একলা; সে খুব সুখী।

বিশ্বাসী বায়না ফিরিয়ে, অবিশ্বাসের সওদা করেছি নিরন্তর,

সুখের সনে সন্ধি হয়েছে ঢের!

আমার বরং বিষাদ চাই।

চাই এক বুক বেদনা।


প্রেয়সীর মেঘ কালো চুল ছুঁয়ে প্রথম ভুলে

ভাসতে চাই তার অভিমানের খেয়ায়!

কড়া বিবাদে একদিন হারিয়ে যাবে প্রেয়সী,

হারাবার অপরাধে বেদুঈন হবো ফের!


খুব নির্জনে জমতে থাকা চোখের জলে

একটি নদী হবে, ওর নাম; প্রেয়সী!

উল্লাসে আত্মহারা আমি বেদুঈন,

সাঁতার না জানা অপরাধী আমি বেদুঈন।

প্রেয়সীর সাথে অবগাহনের লোভে-

ডুব দিয়েছি যে আমি বেদুঈন,

সেই আমার সুখের সনে আড়ি,

এই আমার বিষাদেই হোক বাড়ি।


এক ডুব,

দ্বিতীয় ডুবে ডুবলো ধরা!

তৃতীয় ডুবে প্রেয়সী হাসছে যখন-

তখন আর ডুব নয়, এবার বরং ভেসে যাই!

আলোহীন কি এক অন্ধকার বুকে ভাসছি,

ভেসে চলেছি নিরন্তর স্রোতে,

কি সুখ হায় বিষাদে!